গণসংহতি আন্দোলন লালমনিরহাট জেলা শাখার আহবায়ক মোঃ আবু তালেব আজাদ (লিমটন আজাদ) আজ ১৭ অক্টোবর ২০২২, রোজ সোমবার ভোরে লালমনিরহাট সদর হাসপাতালে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫০ বছর ৮ মাস।
তার মৃত্যুতে গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল শোক প্রকাশ করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মোঃ আবু তালেব আজাদ লালমনিরহাট জেলার আদিতমারির সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। শ্রেণিকক্ষ এবং এর বাইরে শিক্ষার্থীদের সাথে ছিলো তাঁর গভীর ও মানবিক সম্পর্ক। শিক্ষা বহির্ভূত নানা ধরণের কার্যক্রমে তিনি ছিলেন সমান মাত্রায় সক্রিয়। শিক্ষার বিষয়ে ছিল তাঁর অগাধ ও বিস্ময়কর ওৎসুক্য। একদিকে ইংরেজি সাহিত্যে স্নাতোকোত্তর এবং অন্যদিকে তিনি ছাত্রজীবনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ওপরেও পড়াশোনা শেষ করেছিলেন। একই সাথে সম্পন্ন করেছিলেন এলএলবি পাস কোর্স। এরপরও তাকে থামতে দেখা যায় নি। ৫০বছর বয়সে এসে নতুন করে উচ্চ শিক্ষা ও গবেষণায় তাঁর আগ্রহ জন্মে। সে কারণেই কিছুদিন আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা পদ্ধতি বিষয়ে কোর্স সম্পন্ন করেন। এবং মৃত্যুর আগে আগেই আরেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করার জন্য পেপার সাবমিট করেছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক কন্যা ও এক পুত্র রেখে গেলেন। তাঁর বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পারুলিয়ার পাটিকাবাড়ী গ্রামে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে লিমটন আজাদ গণসংহতি আন্দোলনে লালমনিরহাট জেলায় কাজ শুরু করেছিলেন। সে সময় থেকে তিনি লালমনিরহাটে গণতান্ত্রিক এবং প্রগতিশীল সকল আন্দোলনে নিজেকে সংযুক্ত রেখেছিলেন। গণসংহতি আন্দোলন তাঁর মৃত্যুতে একজন প্রাণবন্ত রাজনৈতিক নেতৃত্বকেই কেবল হারালেন না, সংগঠন মনে করে ওই অঞ্চল একজন দক্ষ ইংরেজি সাহিত্যের শিক্ষককেও হারালো। এই ক্ষতি অপূরণীয়। আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।