লালমনিরহাটে “হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই”, “বর্জের পরিশোধ, নিশ্চিত হবে টেকশই স্যানিটেশন” স্লোগান নিয়ে জাতীয় স্যানিটেশন মাস ২০২২ এবং বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে এ বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী নাছিমুল হক, উপ-সহকারী প্রকৌশলী বাদশা আলমগীরসহ শিক্ষক-শিক্ষার্থীরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।