লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ছাত্রলীগের সাথে বিএনপি'র ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক উপ-পরিদর্শকসহ ছাত্রলীগ ও বিএনপি'র ৬জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৪ অক্টোবর) জুম্মার নামাজের পর হাতীবান্ধা উপজেলার পেট্রোল পাম্প এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে থেকে আলোচনা সভা শেষে উপজেলার মেডিকেল মোড় এলাকায় মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিএনপি'র কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নেতৃত্বে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী। এ সময় তারা ছাত্রলীগের বাঁধার মুখে পিছু হটেন।
ছাত্রলীগের বাঁধায় বিএনপি'র নেতাকর্মীরা কিছু সময়ের জন্য পিছু হটে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ সড়কে অবস্থান করেন। সেখানেও বাঁধার মুখে বিএনপি'র কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান অনেকটা বাধ্য হয়ে ওই এলাকা ত্যাগ করেন। এরপরই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা ছাত্রলীগের বাঁধা প্রতিরোধ করতে সংঘবদ্ধ হয়ে উঠে এবং উভয়ের মাঝে সংর্ঘষ বেঁধে যায়। এতে হাতীবান্ধা থানা পুলিশের এক উপ-পরিদর্শক মহিদুল ইসলামসহ ছাত্রলীগ ও বিএনপি'র ৬জন নেতাকর্মী আহত হয়েছে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় বিএনপি ও ছাত্রলীগ নেতারা একে অপরকে দায়ী করেছেন।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। এতে পুলিশের একজন কর্মকর্তা আহত হয়েছেন, সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.