লালমনিরহাটে পাটের সরবরাহ বেড়েছে। সে সঙ্গে কয়েক দিনের ব্যবধানে মণ প্রতি ৩শত টাকা পর্যন্ত দর কমে গেছে। চাষিদের অভিযোগ, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
চলতি বছরের আগস্টের শেষ দিকে কৃষক ক্ষেত থেকে পাট কেটে জাগ দিতে শুরু করেন। জাগ দেয়া পাট পরিচর্যা শেষে সেপ্টেম্বরের শুরুতেই হাটে তোলেন তারা। পাট প্রথম দিকে মণ প্রতি ২হাজার ৮শত ৫০টাকায় বিক্রি হয়েছে। তবে গত কয়েক দিন থেকে লালমনিরহাটে মণ প্রতি ৩শত টাকা কমে গেছে। দফায় দফায় কৃষি উপকরণের বাড়তি দর আর তীব্র খরায় পাট উৎপাদনে খরচ বেড়েছে। এ অবস্থায় পাটের দাম কমে যাওয়ার জন্য ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করছেন চাষিরা।
এ বিষয়ে চাষিরা বলেন, উৎপাদনে খরচ বেশি হচ্ছে। কিন্তু বিক্রি করতে এসে দেখি আমাদের লাভ হচ্ছে না। প্রতি মণ পাট ২হাজার ৫শত ৫০টাকায় বিক্রি হচ্ছে। এতে আমাদের লোকসানই হচ্ছে। ব্যবসায়ীরা কারসাজি করে দাম কমিয়ে দিয়েছেন।
এদিকে চাষিদের অভিযোগ, হাটে ইজারাদার কোনো সেবা না দিলেও মণ প্রতি অতিরিক্ত খাজনা আদায় করছেন।
এ বিষয়ে ব্যবসায়ীরা বলেন, পুরাতন বছরের পাট হাট-বাজারে উঠায় পাটের দাম কমেছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম খন্দকার বলেন, এ বছর অনেক জমিতে পাট চাষ হয়েছে। এরমধ্যে তোষা পাট, মেস্তা পাট, দেশি পাট, কেনাপ পাট উৎপাদন হয়েছে।