আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ভাষাসৈনিক, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আশরাফ আলীর জন্ম ১৯১৮ সালের ২০ অক্টোবর বর্তমান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলাধীন কালীগঞ্জ ইউনিয়নের কুমেদপুর গ্রামে। তার পিতার নাম ওমর আলী মুন্সী এবং মাতার নাম আকলিমা খাতুন। তিনি রেল বিভাগে চাকুরী নিয়ে ১৯৪০ সালের দিকে লালমনিরহাটে চলে আসেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ২২ ফেব্রুয়ারী রেল অঙ্গনে বাঙালীদের নিয়ে মিছিল বের করেন এবং নিজে মিছিলের নেতৃত্ব দেন। ভাষা আন্দোলনে স্থানীয়ভাবে জড়িত ছাত্রনেতাদের তিনি নিজের বেতনের অর্থ দিয়ে সহযোগিতা করতেন বলেও জানা যায়। শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তিনি পাকিস্থান আমলে দু’বার কারাবরণ করেন। রাজনৈতিকভাবে তিনি কমিউনিস্ট পার্টি ও ভাসানী ন্যাপের সাথে যুক্ত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.