দীর্ঘ ৯বছর পর অনুষ্ঠিত হচ্ছে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২। সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে প্রাণের সঞ্চার হয়েছে, উজ্জীবিত হয়ে উঠছেন নেতাকর্মী। উপজেলার মূল সড়কে প্রায় অর্ধশত গেট ও তোরণ নির্মাণ করা হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) বিকেলে আদিতমারী জি. এস স্কুল এন্ড কলেজ মাঠে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক-এঁর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোতাহার হোসেন এমপি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাড. সফুরা বেগম রুমী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমদ। প্রধান বক্তা ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক ছিলেন আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম।
এছাড়াও সম্মেলনে অন্তত হাফ ডজন নেতা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম শোনা যাচ্ছে।
এদিকে লীগের মধ্যে নানা বিভক্তি থাকায় সহিংসতার আশঙ্কা করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।
২০১২ সালে এ উপজেলায় আওয়ামী লীগের সভাপতি হিসেবে শওকত আলী ও সাধারণ সম্পাদক রফিকুল আলমকে দায়িত্ব দেওয়া হয়। হঠাৎ করে সভাপতি শওকত আলীর মৃত্যুতে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয় মোঃ রবিউল ইসলাম মানিককে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.