লালমনিরহাটের হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় যমুনা ব্যাংক ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি না হলেও পাশে ঢাকা ক্যাফে নামক একটি খাবার হোটেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে তাদের কাছে খবর আসে যমুনা ব্যাংক ভবনে আগুন লেখেছে। পরে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ১ঘন্টা চেষ্টা করে পরিস্থিতি স্বাভাবিক করে ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করে দেখতে পায়, যমুনা ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি না হলেও সাথে থাকা ঢাকা ক্যাফে নামে একটি ফাস্ট ফুড খাবার হোটেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ নির্মল কুমার বলেন, আমরা প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেছি। ধারণা করা হচ্ছে বিদ্যুৎতের শটসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হতে পারে। তবে এখন পর্যন্ত ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.