বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। অথচ এই ধানের দেশে শফিকুল ও প্রতিবন্ধী শেফালী দম্পতিকে দিনের পর দিন অনাহারে অর্ধহারে দিন কাটাতে হচ্ছে।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের গেগড়া এলাকায় গিয়ে দেখা যায়, তারা সকাল থেকেই না খেয়ে ক্ষুধার জ্বালায় হাসফাস করছে।
এই প্রতিবন্ধী দম্পতি যে ঝুপরির মধ্যে ঘুমান দেখলে যে কারো মনে হবে কবি জসিম উদ্দিনের সেই আসমানীর কথা! তাদের উপোস থাকার কথা শুনলে মনে হবে রফিক আজাদ এর কবিতা-হারামজাদা ভাত দে, নইলে মানচিত্র ছিড়ে খাবো।
জানা যায়, ছোট একটি জাল নিয়ে প্রতিদিন বিলে মাছ ধরতে য়ায় শফিকুল। যেদিন যেটুকু মাছ পান সেটুকু বিক্রি করে চাল ডাল কিনেন। মাছ ধরতে না পারলে তাদেরকে অভুক্তই থাকতে হয়। পানির জন্য নেই টিউবওয়েল, নেই টয়লেটের ব্যবস্থা এমনকি যে পাত্রে খাবার খাবে সেটুকুও নেই এই দম্পতির। তাদের নিদারুন কষ্টের কথা কোন ক্রমেই বর্ণনা করার মত নয়।
অনাহারে অর্ধহারে থেকে একটু শান্তিতে ঘুমানোর জন্য একটি সরকারী ঘরের জন্য আবেদন করেও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এই জনম দুঃখি পরিবারটির পাশে দাড়ায়নি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.