আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ১৯১৭ সালের ৩০ ডিসেম্বর কালীগঞ্জের দলগ্রাম ইউনিয়নের শ্রীখাত গ্রামে জন্ম গ্রহণ করেন উত্তরাঞ্চলের প্রখ্যাত গবেষক ধর্ম্মনারায়ণ সরকার ভক্তিশাস্ত্রী। তার পিতার নাম রামহরি সরকার এবং মাতার নাম ধনেশ্বরী দেবী। ১৯৪১ সালে তিনি প্রতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। দলগ্রামে তিনি ‘দাদাভাই যুব নাট্য সংঘ’ নামে একটি নাট্যগোষ্ঠী গড়ে তুলেছিলেন। তার লেখা দুটি নাটক ‘দাদা’ এবং ‘নাটক নয়’ বহু স্থানে মঞ্চস্থ হয়েছিল। ১৯৭৬ সালের ৩১ জানুয়ারী তিনি শিক্ষকতা পেশা থেকে অবসর নেয়ার পর ইতিহাস-ঐতিহ্য বিষয়ে গবেষণা এবং পরমার্থিক প্রচারে আত্মনিয়োগ করেন। তার রচিত তিনটি গ্রন্থের মধ্যে ১৩৯০ বঙ্গাব্দের ১৪ ভাদ্র প্রকাশিত হয় উত্তরবঙ্গীয় রাজবংশী ক্ষত্রিয় জাতির ইতিহাস, ১৩৯১ বঙ্গাব্দের ২৩ ভাদ্র রায় সাহেব পঞ্চানন এবং ১৩৯২ বঙ্গাব্দের ২৭ মাঘ প্রকাশিত হয় উত্তর বাংলার লোক সাহিত্য ও ভাষা। তিনি ১৯৮১ সালে বিশ্ব বৈষ্ণব রাজসভা থেকে ‘ভক্তিশাস্ত্রী’ উপাধি ও সম্মান লাভ করেন এবং ১৯৮২ সালে নবদ্বীপধাম প্রচারণী সভা তাকে ‘উপদেশক’ উপাধি ও সম্মান প্রদান করেন। ১৯৯২ সালের ১৯ অক্টোবর তিনি ইহলোক ত্যাগ করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.