প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২২, ৫:৫৩ পি.এম
নবম পে-স্কেলসহ ৭দফা দাবি আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত
লালমনিরহাটে নবম পে-স্কেল, মহার্ঘ ভাতা, অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়নসহ ৭দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
শনিবার (১ অক্টেবর) লালমনিরহাট জেলার শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন অংশ নেয় সরকারী দপ্তরে চাকুরী করা ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা।
মানববন্ধনে কয়েকজন খুব আক্ষেপের সাথে বলেন, তারা যে সমান্য পরিমান বেতন পান তা দিয়ে তাদের সংসার চলে না, তাই তারা রাতের মধ্যে রিক্সা চালান। বন্ধের দিনে দিন মজুরের কাজ করেন। দীর্ঘ ৭বছর পেড়িয়ে গেলেও তাদের এখনও পে স্কেল হয়নি। তাদের গায়ে তকমা লাগানো যে তারা সরকারী চাকুরী করে কিন্তু ভিতরে অন্তসার শুন্য ছারা কিছু নেই। আমরা সরকারী চাকুরী করি এই সুবাধে পরিবারের অন্য সদস্যরা সহযোগিতা চায় কিন্তু সেটার সুযোগ হয় না। মাসে ১কেজি গরুর মাংস কেনার সামর্থ হয় না। ৬সদস্যের একটি পরিবার চলতে যতটুকু প্রয়োজন হয় প্রধানমন্ত্রী যেন সেটার ব্যবস্থা করেন এটা আমাদের আকুল আবেদন।
মানববন্ধন বন্ধন থেকে আগামী ২ অক্টোবর সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেয়ার ঘোষণা দেয়া হয়। উক্ত মানববন্ধনে শতাধিক কর্মচারী অংশ নেয়।
এ মানববন্ধনে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা কমিটির আহবায়ক পারভেজ আক্তার টপি সভাপতিত্ব করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
সাপ্তাহিক আলোর মনি- সাহেব পাড়া (বড় মসজিদ) সংলগ্ন, রেলওয়ে কোয়ার্টার নং- এল/১৫০-৩ স্টেশন রোড, লালমনিরহাট-৫৫০০ হতে প্রকাশিত ও প্রচারিত এবং অংকিতা প্রিন্টিং প্রেস, নিউক্রস রোড/প্রেস ক্লাব মার্কেট, রংপুর হতে মুদ্রিত।
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.