লালমনিরহাটে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পরিদর্শনে এসেছেন নেপাল এম্বেসীর রাষ্ট্রদূত শ্রী ঘনেশ্যাম ভান্ডারীসহ তার সফর সঙ্গীরা। হেলিকপ্টার যোগে তারা লালমনিরহাটে আসেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারে করে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে অবতরণ করেন। সেখানেই লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর পর রাষ্ট্রদূত ও তার সফর সঙ্গীরা লালমনিরহাট জেলা শহরের কাচারী মন্দির, দেব মন্দির, গোশালা সোসাইটি গিয়ে পূজা মন্ডপে ভক্তি শ্রদ্ধা করেন।এছাড়া ও লালমনিরহাট চেম্বার অব কমার্স গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সবশেষে সার্কিট হাউজে এসে গার্ড অব অনার গ্রহণ করেন নেপালের রাষ্ট্রদূত।
উল্লেখ্য, বিকাল তিনটার দিকে দেব মন্দিরে সম্পৃতি সমাবেশ করে একই হেলিকপ্টার যোগে শ্রী ঘনশ্যাম ভান্ডারী ও তার সফর সঙ্গীরা ঢাকায় ফিরবেন।