সুরক্ষা কর্মসূচি (এসএসকে)-কে অধিকতর কার্যকরভাবে বাস্তবায়ন এবং এর সফল সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনদের সাথে মতবিনিময় ও পরামর্শক কর্মশাला অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ০৯:৩০ ঘটিকায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট স্বাস্থ্য সেবা বিভাগের আয়োজনে এই অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হোন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক ডাঃ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভা মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ভাইস চেয়ারম্যান (মহিলা) লতিফা বেগম লাকি, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ দ্বীপংকর রায়। বক্তব্য রাখেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিট স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় পরিদর্শক আজমল কবির প্রমূখ।
মতবিনিময় ও পরামর্শক কর্মশালায় লালমনিরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, মেম্বার ও গ্রাম পুলিশগণ এবং লালমনিরহাট পৌর মেয়র ও কাউন্সিলগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.