লালমনিরহাট জেলার ৫টি উপজেলা নির্বাহী অফিসারদের মধ্যে এবার লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুমকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ প্রদান উপলক্ষে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ঘোষণা করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর ও লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী স্বাক্ষরিত এক অফিসিয়াল নথির মাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়।
এ বিষয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম বলেন, অনেকে আমাকে ফোন করে অভিনন্দন জানাচ্ছে প্রথমে বিষয়টি বুঝতে পারিনি পরে জানতে পারি আমাকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় হতে জানা যায়, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নিয়মিত স্কুল পরিদর্শন, স্কুলের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান প্রদান, শিক্ষকদের সঙ্গে মাসিক সভায় অংশগ্রহণ, স্কুলে নিয়মিত উপস্থিতি ও ঝরে পড়া রোধে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরলস কাজ করছেন। প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে উজ্জীবিত করছেন। শিক্ষকদের কোনো অসুবিধা থাকলে তা তিনি ভালো ভাবে শুনে সমাধান দিচ্ছেন। এছাড়াও দপ্তরের কাজের সমন্বয়ে প্রতিটি সেক্টরে স্বচ্ছতার সাথে কাজ করছেন। নিবিড় কর্মতৎপরতা, অফিস ব্যবস্থাপনা ও প্রতিটি দায়িত্বের যথাযথ মনিটরিংয়ের কারণে সকল দপ্তর প্রধানরাও অনেক ভালোভাবে কাজ করছে। আর এ কারণেই জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.