লালমনিরহাটে "মেয়ে আমার অহংকার ১৮'র আগে বিয়ে নয়, এই আমার অঙ্গীকার" শ্লোগান নিয়ে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের মাঝে তথ্য কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের পশ্চিম আমবাড়িস্থ নূর ইসলাম-এঁর বাড়ির উঠানে ব্র্যাকের পল্লীসমাজের আয়োজনে লালমনিরহাট সদর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)র সহযোগিতায় এ তথ্য কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পশ্চিম আমবাড়ি পল্লীসমাজের সভাপ্রধান নূর-ই-আসমা-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবির, স্থানীয় আলতাফ হোসেন, হারাটি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডে সদস্য আব্দুস সালাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অফিসার (সেলফ) মোকাররম হোসেন প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ কিশোরী ও পল্লীসমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.