আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: উপমহাদেশের খ্যাতনামা শিক্ষাবিদ, গবেষক ও সাহিত্যিক অমূল্যধন মুখোপাধ্যায়ের জন্ম ১৯০২ সালে পাটগ্রামে। তিনি ১৯২৭ থেকে ১৯৩৮ সার পর্যন্ত রংপুর কারমাইকেল কলেজে, অতঃপর ১৯৬৫ সাল পর্যন্ত কোলকাতার আশুতোষ কলেজে এবং ১৯৬৫ থেকে ১৯৭০ সাল পর্যমত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ইংরেজী ও বাংলা সাহিত্য ছাড়াও সংস্কৃত ছন্দ সম্পর্কে তিনি অনেক গবেষণামূলক প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেছেন। তার রচিত গ্রন্থের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে Sanskrit Prosody, Its Evolution, বাংলা ছন্দের মূলসূত্র, কবিগুরু, আধুনিক সাহিত্য জিজ্ঞাসা। তিনি ১৯৮৪ সালের ২০ মার্চ পরলোকগমন করেন।