আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: কান্তেশ্বর বর্মন ১৮৯৬ সালের ১ ফেব্রুয়ারী বর্তমান লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাধীন সারপুকুর ইউনিয়নের মুশর দৈলজোড় গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম রত্নেশ্বর বর্মন পঞ্চায়েত এবং মাতার নাম কুঞ্জমারী বর্মনী। তিনি ১৯১৫ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। অতঃপর কাকিনা রাজের সানুগ্রহে তিনি কোলকাতা সেন্ট পল কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ১৯১৭ সালে এফ. এল. পাশের পর ডিগ্রিতে ভর্তি হন। কিন্তু ১৯১৯ সালে স্বরস্বতী পূজাকে কেন্দ্র করে কলেজ কর্তৃপক্ষের সাথে তার সম্পর্কের অবনতি ঘটার কারণে ডিগ্রি পরীক্ষায় অংশ নেয়ার আগেই তাকে কলেজ ছাড়তে হয়। শিক্ষানুরাগী কান্তেশ্বর বর্মণ ১৯৪২ সালে তার শিক্ষাগুরু গিরিজা শংকর এর নামে আদিতমারীতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে ১৯৫৭ সাল পর্যন্ত তিনি বিনা বেতনে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। কান্তেশ্বর বর্মণ ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে অংশগ্রহণ করে পূর্ব পাকিস্থান আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৬৭ সালের ২২ ডিসেম্বর তিনি পরলোক গমন করেন।