লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ গোলাম নবী মহোদয়ের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৩০মিনিটে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হাই-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, ভাইস চেয়ারম্যান মোঃ জাবেদ হোসেন বক্কর, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লতিফা বেগম লাকী, লালমনিরহাট পিটিআই সুপারিন্টেন্ডেন্ট মোঃ হায়দার আলী, লালমনিরহাট সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, মোঃ হাসান আতিকুর রহমান, লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ফারুক হোসেন মুন্সী, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত-২০১৩ শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও সমাজ কর্মী ফেরদৌসী বেগম বিউটি। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিনতী রাণী সরকার, খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপিয়া সুলতানা, হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, হারাটি কেশব ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায়, পূর্ব সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলাদুন নাহার, আইর খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ, খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঞাঁ, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী প্রমুখ। এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ ও লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।