লালমনিরহাটে “শেখ হাসিনার দুই নয়ন, ছিট বাসীর উন্নয়ন” শ্লোগান নিয়ে ছিটমহল বিনিময়ের ৭ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেককাটা, মোমবাতি প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ জুলাই) রাত ১২টা ১মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সালেহা সরকার বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাঁশপঁচাই ভিতরকুটি সাবেক ছিটমহল বাসীর আয়োজনে এ আলোচনা সভা, কেককাটা, মোমবাতি প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও সালেহা সরকার বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাড. মোঃ মতিয়ার রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, বাংলাদেশ আওয়ামী লীগ কুলাঘাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ ভিতরকুটি বাঁশপঁচাই আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ হারুন অর রশীদসহ বাঁশপঁচাই ভিতরকুটি সাবেক ছিটমহলবাসীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।