বঙ্গবন্ধু জন্মশতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে ভারতের আগরতলা থেকে বৃহৎ কলেবরে প্রকাশিত আন্তর্জাতিক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৪টায় ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী আন্তর্জাতিক উদযাপন পর্ষদের আয়োজনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন-এঁর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন শুদ্ধতার কবি অসীম সাহা। প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব (উপ-সচিব) কবি আসাদুল্লাহ, আন্তর্জাতিক স্মারকগ্রন্থ প্রকাশনা পর্ষদের যুগ্ম আহবায়ক কবি আসলাম সানী, শাহজালাল ফিরোজ, মেহেজাবিন রেজা চৌধুরী, সাদিন রেজা চৌধুরী, আন্তর্জাতিক স্মারকগ্রন্থ সম্পাদক ড. দেবব্রত দেব রায়, প্রধান সম্পাদক ড. মুজাহিদ রহমান, বিশিষ্ট সাংবাদিক অমিত ভৌমিক, বিশিষ্ট কবি বরুণ চক্রবর্তী, বিশিষ্ট আবৃত্তিশিল্পী সেলিম দুরানি বিশ্বাস। সম্মানিত অতিথি ছিলেন স্মারকগ্রন্থের কার্যকরী সম্পাদক ড. আশিস কুুমার বৈদ্য। উদ্বোধনী কবিতা পাঠ করেন কবি বাপ্পী রহমান। এ সময় ভারতের আগরতলা, কলকাতা, শিলিগুড়ি থেকে ড. দেবব্রত দেব রায়-এঁর নেতৃত্বে ৪৫জন কবি, সাহিত্যিক, সঙ্গীত তারকা, নাট্যকার, সাংবাদিক উপস্থিত ছিলেন।
দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
বন্ধুপ্রতীম দুইদেশের সাহিত্য-সংস্কৃতিজনদের উপস্থিতিতে স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি, সংগীত পরিবেশনের মাধ্যমে নান্দনিক এই অনুষ্ঠানটি বাংলাদেশ ও ভারতের মিলন উৎসবে পরিণত হয়।
পরে বাংলাদেশের লালমনিরহাটের বিশিষ্ট কবি ফেরদৌসী বেগম বিউটিকে মহান মুক্তিযুদ্ধের তীর্থভূমি আগরতলা, ত্রিপুরা থেকে প্রকাশিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তীবর্ষ আন্তর্জাতিক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানমালায় আপনার উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে প্রাণিত করেছে, আমরা কৃতজ্ঞ শুভেচ্ছা স্মারক সম্মাননা প্রদান করা হয়।