লালমনিরহাটে ধরলা নদীর প্রবল পানির তোড়ে ভাঙ্গণ অব্যাহত!
সাম্প্রতিক সময়ে লাগাতার অতিবৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১০নং বড়বাড়ী ইউনিয়নের পানি বন্দি এলাকা বড় বাসুরিয়া ও বুদারু মৌজায় প্রায় ৯শত ৫০টি পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
এদিকে কয়েক দিনে চর বুদারু মৌজায় ৯টি পরিবারের ঘর-বাড়ী, গাছপালা ধরলা নদীর ভাঙ্গনে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এ ছাড়াও বৃহস্পতিবার (১৬ জুন) বড়বাসুরিয়া মৌজায় ১টি শিশু পানিতে পড়ে ডুবে মারা যায়।
অপরদিকে বন্যা কবলিত এলাকার মানুষজন যাপন করছে এক মানবেতর জীবন। খাদ্যের অভাব, পানীয় জলের অভাবের সঙ্গে রোগব্যাধী। জরুরী ভিত্তিতে উক্ত এলাকার পানিবন্দি পরিবারের মাঝে শুকনা খাবার/খাদ্যশস্য ও নগদ অর্থ বিতরণ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্ট আকর্ষণ করছি।