আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণের SOD (Standing Orders on Disaster) এর আলোকে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মে) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় ঢাকার আয়োজনে এ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা আরবান রেজিলিয়েন্স প্রকল্প (ডিডিএম অংশ) প্রকল্প পরিচালক (উপ-সচিব) ড. এ. টি. এম মাহবুব-উল-করিম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামসহ লালমনিরহাটে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।