আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা, উপজেলা সংসদের কমান্ডার ও বীরমুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মে) দুপুর ১২টায় লালমনিরহাট সার্কিট হাউস মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ-এঁর সভাপতিত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট সদর উপজেলা ইউনিট কমান্ডের সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডারের প্রশাসক মোঃ আবু জাফর, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এটিএম সুলতান আহম্মেদ। এ সময় লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধাগণ তাদের বিদ্যুৎ বিল মওকুফ, নতুন মুক্তিযোদ্ধা ও ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি না করা, মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনসহ সম্মানী বৃদ্ধির দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন।