আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) বিকালে লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুলে লালমনিরহাট জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়।
লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী, লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.কে.এম মাহবুবুল আলম মিঠু, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা বেগম, কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ খুরশীদুজ্জামান আহমেদ। এ সময় শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।