আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র গদাধর চন্দ্র সরকার জয় নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ লালমনিরহাট সদর উপজেলা সভাপতি ও লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, সদস্য সচিব ও লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত সনদ সূত্রে জানা যায়, গদাধর চন্দ্র সরকার জয় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে লোক সংগীত বিষয়ে “ক” বিভাগে প্রথম ও ভাব সংগীত বিষয়ে “ক” বিভাগে প্রথম স্থান অধিকার করেছে।
গদাধর চন্দ্র সরকার জয়-এঁর জন্ম ২০১২ সালের ২ জানুয়ারি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামে। তাঁর বাবা শ্রী মনিন্দ্র নাথ রায় মনি ও মা শ্রীমতি আলো রাণী।
এদিকে সোমবার (২৩ মে) সকাল ১১টায় লোক সংগীত ও ভাব সংগীতের সনদ গদাধর চন্দ্র সরকার জয়ের হাতে তুলে দেন কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম। এ সময় সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, তিনি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ লালমনিরহাট জেলা পর্যায়ে উক্ত দুটি বিভাগে অংশগ্রহণ করবেন মর্মে জানা গেছে।