আলোর মনি রিপোর্ট: আগামীকাল শুক্রবার (৬ মে) সকাল ১১টায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গরপোতা পরিদর্শন করবেন।
তিনি সড়ক পথে সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে আসবেন।
স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ দহগ্রাম পরিদর্শন শেষে তিনি দহগ্রাম দিয়ে ভারতে ফিরে যাবেন বলে একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
তবে বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১টার দিকে এ ব্যাপারে লালমনিরহাট ডিএসবির ওসি রাশেউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে এখনো কোন ম্যাসেজ পাওয়া যায়নি।