আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: হিন্দু আর মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্প্রতির উজ্বল নিদর্শন লালমনিরহাট জেলা শহরে একই উঠানে মসজিদ ও মন্দির। এক পাশে ধুপকাঠি অন্য পাশে আতরের ঘ্রাণে মুখোর। এক পাশে উলুধ্বনী অন্যপাশে চলছে জিকির। মন্দিরটিতে প্রায় শত বছর ধরে দৈনন্দিন পূজা হয়। পাশাপাশি প্রতি বছরই এখানে শারদীয় দূর্গাপূজা হয়ে থাকে জাকজমক পূর্ণ ভাবে। আর মসজিদে আযান হলে পূজার সকল কার্যক্রম সাময়িক বন্ধ করে রাখে হিন্দু পুরোহিতগণ। নামাজ শেষ হলে শুরু হয় যথাযথ ভাবে পূজা অর্চনা। এভাবে ধর্মীয় সম্প্রীতির দৃষ্ঠান্ত স্থাপন করে চলছে মন্দির ও মসজিদের কার্যক্রম। যুগের পর যুগ ধরে পাশাপাশি চলছে পৃথক দুইটি ধর্মের উপাসনালয়। কোনদিন কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। এই মন্দির ও মসজিদ দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসছে সাধারণ মানুষ। এমন কি কয়েকটি দেশের রাষ্ট্রদূতরাও এই মন্দির ও মসজিদ দর্শনে এসেছিল।
ধর্মীয় সম্প্রীতির এ দৃষ্ঠান্তটির অবস্থান সীমান্তবর্তী লালমনিরহাট জেলা শহরের পুরান বাজার কালীবাড়িতে। এই শহরের কালীবাড়ি পুরান বাজার জামে মসজিদ ও কালীবাড়ী কেন্দ্রীয় মন্দিরটি একই উঠানে রয়েছে। এখানে হিন্দু মুসলিম দুই সম্প্রদায় যে যার মত করে ধর্মীয় আচার অনুষ্ঠান স্বাধীন ভাবে পালন করে যাচ্ছে।