আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটিতে জমিজমার জের ধরে আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়িতে হামলা চালালে ৩জন গুরুত্বর অাহত হয়েছে।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি গ্রামের মৃত্যু অাব্দুল মালেকের বাড়িতে আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জমিজমার জের ধরে একই এলাকার সুরেন চন্দ্র বর্ম্মনের ছেলে শিবচরন বর্ম্মন, তার স্ত্রী ফুলের স্বরী এবং মেয়ে বিভারাণী ও ছেলে পলাশ বর্ম্মন অতর্কিত হামলা চালালে মৃত্যু অাব্দুল মালেকের স্ত্রী অায়েশা বেগম, বড় মেয়ে মারুফা শেখ, ছোট মেয়ে মাসুমা অাক্রার মিনু তাদের বেধুম-মারপিটে গুরত্বর অাহত হলে এলাকাবাসী উদ্ধার করে, লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। ওই এলাকাটি হিন্দু অধুর্ষিত হওয়ায় একটি মাত্র মুসলমান পরিবার বসবাস করায় শিবচরন বর্ম্মনগং প্রায় ওই মুসলিম পরিবারটির উপর হামলা চালিয়ে বাড়ি-ঘর অন্যত্রে সরাতে বলেন। শুধু তাই নয় জমির অংশ মিথ্যা ভাবে দাবী করে অাদালতে মামলা করে নিশ্চিত পরাজয় ভেবে অসহায় পরিবারটির উপর অন্যায় অত্যাচার অব্যাহত রেখেছে। আজ শনিবারের মারামারীর বিষয়টির ভিডিও চিএ ফেসবুকে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। অপরদিকে গুরুত্বর অাহত মারুফা শেখ প্রতিপক্ষ শিবচরন বর্ম্মনসহ ৯জনকে অাসামী করে আজ শনিবার দুপুর ২টার দিকে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, ওই শিবচরনগং কর্তৃক অাবারও সন্ত্রাসী হামলার অাশংকায় স্বপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারটি।