আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে হাট-বাজারগুলোতে নেমেছে রসালো ফল তরমুজ। প্রখর রোদ ও ভ্যাপসা গরম পরছে গত সপ্তাহ খানেক থেকেই। তাই ক্রেতাদের চাহিদা মেটাতে, বিভিন্ন জেলা থেকে রসালো এই ফল সংগ্রহ করে নিয়ে আসছেন এখানকার ব্যবসায়ীরা।
লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়ের তরমুজ ব্যবসায়ী ইসলাম গাড়ি থেকে তরমুজ নামানোর সময় জানান, বরিশাল থেকে আসা তরমুজ ক্রেতাসাধারণের চাহিদার কারনে নিয়ে আসছি।
এদিকে শহরের বিডিআর গেট এলাকার তরমুজ ব্যবসায়ীরা জানান, এ সময় তরমুজের যথেষ্ট চাহিদা আছে বাজারে। তাই বিভিন্ন জেলা থেকে তরমুজ সংগ্রহ করে এনে বিক্রি করছি। বর্তমানে গাড়ি ভাড়াসহ আমাদের কেনা পরছে প্রতি কেজি ৩০-৩৫ টাকা আর তা বাজারে বিক্রি করছি কেজি প্রতি ৪০টাকায়।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ জেলার চরাঞ্চলে উৎপাদিত তরমুজ বেশ সুস্বাদু রসালো হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে জেলার বাহিরেও যায় প্রতি বছর। পরিপক্ব না হওয়ায় এখনো বাজারে নামেনি তবে আশা করা যায় রসালো এ ফল খুব দ্রুতই জেলার চাহিদা মিটিয়ে জেলার বাহিরে যাবে।