আলোর মনি রিপোর্ট: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) সকাল ৯টায় বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সুজিত কুমার বিশ্বাস-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহী প্রধান সংস্থাপন কর্মকর্তা/ পশ্চিম মোঃ আমিনুল হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহী উর্ধ্বতন কল্যাণ কর্মকর্তা/ পশ্চিম এস এম আকতার হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার বিশ্বাস প্রমুখ। এ সময় টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) রাজশাহী প্রাক্তণ প্রিন্সিপাল এম. এ. সামাদ মন্ডলসহ বাংলাদেশ রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।