আলোর মনি রিপোর্ট: সরকার নির্ধারিত দামে কৃষকদের পর্যাপ্ত সার দিতে হবে, কৃষি উপকরণের দাম কমাতে হবে, ভূমিহীন কৃষক সহ প্রকৃত উৎপাদক কৃষককে কৃষি কার্ড দিতে হবে, উৎপাদিত ফসলের লাভজনক দাম দিতে হবে, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্রে ও খাদ্যগুদাম চালু করার দাবিতে দাবি দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ কৃষক সমিতি লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে বুধবার (৩০ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে দাবি দিবস পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন সিপিবি লালমনিরহাট জেলা কমিটির সভাপতি এ্যাডঃ ময়জুল ইসলাম ময়েজ, ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ রফিকুল ইসলাম, সহসম্পাদক নিরঞ্জন কুমার সিংহ, দাবি সমূহ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এ্যাডঃ মধুসূদন রায় প্রমুখ।
সমাবেশ শেষে দাবি সমূহ মেনে নেওয়ার জন্য লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়।