আলোর মনি রিপোর্ট: মঙ্গলবার (২২ মার্চ) সকালে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লালমনিরহাট ঠিকাদার সমিতির আয়োজনে নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে লালমনিরহাট ঠিকাদার সমিতির আহবায়ক কাজী নজরুল ইসলাম তপন-এঁর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট ঠিকাদার সমিতির যুগ্ম আহবায়ক বদরুজ্জামান প্লাবন, মতিয়ার রহমান, বিশিষ্ট ঠিকাদার এনামুল হক, রফিকুল ইসলাম রিপন, শহীদুল ইসলাম, আব্দুস ছালাম, কিসমত আলী, আলমগীর হোসেন প্রমুখ।
লালমনিরহাট ঠিকাদার সমিতির আহবায়ক কাজী নজরুল ইসলাম তপন ও যুগ্ম আহবায়ক বদরুজ্জামান প্লাবন বলেন, রড, সিমেন্ট ও ইটের মূল্য না কমালে আমরা সমস্ত কাজ বন্ধ করে দিতে বাধ্য হবো।
পরে তারা লালমনিরহাট জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত ভাবে অভিযোগ করেছেন মর্মে জানা গেছে।