তোমার সাথে
জাকি ফারুকী:
প্রসন্নবদন একটি ছবির সাথে
বন্ধুত্ব তোমার।
দেখা হবে না কখনো, তাই একাই
ঘুরে বেড়াই জটাধারী পাগলটার মতো,
নিটোল গভীর চোখে তাকিয়ে থাকি।
তুমি পথ খুঁজে ফিরে এলেনা কখনো,
অযুহাত একটাই, আমাকে চেনো না
সমুদ্রের ঢেউ গুনে বলে তো দিতে পারবোনা আমি ও তোমার সাথে,
ভালো থেকো তুমি বন্ধু।
অসম্ভব একটা কথা।
বুকের ভেতর কেমন দীর্ঘ সময় নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তা বলার অপেক্ষা রাখেনা আমার মন,
তুমি ও ভুলে থাকো।
আমার অজস্র বেদনার এই ফুলহার
ঝড়ে পড়ে আছে পথের শিমুলের হাহাকারে,
সে তুমি বুঝবেনা।
ভালো থেকো।
১৪/৩/২২
বনানী, ঢাকা