আলোর মনি রিপোর্ট: সোমবার (১৪ মার্চ) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাট পৌরসভা চত্ত্বরে নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি, লালমনিরহাট পৌরসভা, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-থ্রি), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য রালি, আলোচনা সভা ও ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর ফাতেমা বেগম। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক, নারী উদ্যোক্তা ও টিএসসিসি এর সদস্য জাকিয়া সুলতানা রিমু। বক্তব্য রাখেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সহধর্মিণী রেহেনা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জেসমিন আরা পারভীন প্রমুখ। সঞ্চালক লালমনিরহাট পৌরসভার তাবাসসুম চৌধুরী।
পরে লালমনিরহাট পৌরসভা ও লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা প্রাপ্ত হলেন- আর্থিকভাবে সাফল্য অর্জনকারী নারী মমতাজ বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জেসমিন আরা পারভীন, সফল জননী মকসুম আরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্দমে জীবন শুরু করেছেন যে নারী আকলিমা খাতুন মুক্তা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী জোসনা হাকিম, নতুন চিন্তাধারায় আত্মনির্ভরশীল যে নারী মনি বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রাশেদা খাতুন, ফাতেমা খন্দকার ন্যান্সি। তাঁদের প্রত্যেককে সম্মাননা ক্রেষ্ট তুলেদেন অতিথিবৃন্দ।