আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার অর্থনীতিতে সম্ভাবনার দ্বার উম্মোচন করতে বাড়ির উঠানে নারিকেল চাষে কৃষকদের আগ্রহ বেড়ে গেছে। বাড়িন উঠানের পতিত জমিতে অধিক উৎপাদন ও লাভজনক হওয়ায় কৃষক ছাড়াও সাধারণ মানুষ নারিকেল চাষের দিকে ঝুঁকছে।
সরেজমিনের দেখা যায়, লালমনিরহাট জেলার হাট-বাজারগুলোতে অতিমাত্রায় ডাব বিক্রি হওয়ায় নারিকেল গাছের ফলন কম হওয়ার পাশাপাশি বীজ প্রাপ্তির সংখ্যা দিন দিন কমে আসছে। এবারও নারিকেল গাছে গাছে প্রচুর এসেছে।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের কৃষক ইয়াছিন আলী বলেন, আমার বাড়িতে নারিকেল গাছ রয়েছে। এবার প্রচুর নারিকেল ধরেছে। নিজের চাহিদা মিটিয়ে বাজারের বিক্রয় করতে পারি। এতে করে আমার পতিত জমি থেকে আয় হচ্ছে। যা সংসারের কাজে আসছে।
ফুলগাছ গ্রামের সাহেব আলী জানান, নারিকেল চারা রোপণে কৃষকসহ সাধারণ মানুষের মধ্যে বেশ আগ্রহ আছে। আমার গাছেও প্রচুর নারিকেল ধরেছে।
একই গ্রামের মোঃ হযরত আলী বলেন, আমার দুটি নারিকেল গাছ রয়েছে। মোটামুটি বড় হয়েছে। আগামীতে নারিকেল ধরতে পারে।
কোদালখাতা বাজারের ব্যবসায়ী মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমি গোশালা বাজার থেকে নারিকেল ক্রয় করে বিক্রয় করে থাকি। যা প্রতিটির মূল্য এখন ৫০টাকা থেকে ৬০টাকায় বিক্রি হচ্ছে।