আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার পুলিশ সদস্যসহ গত ২৪ঘন্টায় নতুন করে ঘাতক করোনায় ২জন অাক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন লালমনিরহাট সি এস অফিস।
জানা গেছে, হাতীবান্ধা থানার ১জন পুলিশ সদস্য ও হাতীবান্ধা উপজেলার পূর্বসারডুবি বড়খাতা এলাকার ১জন পুরুষ এর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তাদের দেহে করোনা সনাক্ত করা হয়। এরা ২জনসহ লালমনিরহাট জেলায় ৬৯জন করোনা রোগী। এর মধ্যে ৩৮জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে বলে বুধবার রাত পনে ১০টায় সিএস অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।