আলোর মনি রিপোর্ট: ঋতুরাজ বসন্তে ফুলে ফুলে ছেয়ে গেছে লালমনিরহাটের শিমুল গাছ। যেখানে গাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছে। এখানকার রাস্তাগুলো দিয়ে পর্যটকদের ফাগুনের আগুন ঝরানো হিল্লোল দোঁলা দিয়ে-গাওয়ার ইচ্ছা করবে কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুর ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে’ এবং ‘এলো বনান্তে পাগল বসন্ত, বনে বনে মনে মনে রং সে ছড়ায়রে।’
লালমনিরহাটের রূপবতী নদী তিস্তা, ধরলা আর রত্নাই বিধৌত্ব এলাকার মেঠো পথ ও পাকা সড়ক দিয়ে পেরিয়ে গেলে অপরূপ সৌন্দর্যের এই শিমুল গাছগুলো দেখতে পাওয়া যায়। ফাগুনের অরুণ আলোয় ফোটে উঠা শিমুল গাছে টুকটুকে লাল ফুলগুলো দেখতে পান পথচারীরা। প্রকৃতি প্রেমীদের চোখের তৃষ্ণা মেটাচ্ছে শিমুল গাছগুলো। যে রাস্তা দিয়েই যাবেন শিমুল গাছগুলো দেখতে পাওয়া যাবে। শিমুল গাছগুলো পাশে পর্যটকদের ছবি তুলতে দেখা যায়।
প্রকৃতি প্রেমি এস এম হাসান আলী বলেন, কেবল শিমুল গাছ নয়, মান্ধার গাছের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য মুগ্ধ করেছে আমাদের।