আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে ঝড়ের আঘাতে ঘর-বাড়ি লন্ডভন্ড হয়েছে। হাজার হাজার গাছ-পালা ভেঙে উপড়ে পড়েছে। বিনষ্ট হয়েছে জমিতে রোপন করা নানা ধরনের ফসল। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
ঝড়ে ঘর-বাড়ি বিধ্বস্ত ও গাছ-পালা উপড়ে পড়ার খবরে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে দেখতে পাওয়া যায়নি মর্মে জানা গেছে।
পূর্ব-পশ্চিম থেকে ধেয়ে আসা ঝড়ে লালমনিরহাট জেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘর-বাড়ি বিধ্বস্ত হয়।
হাজার হাজার গাছ-পালা উপড়ে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতার আশ্বাস এখনও মেলেনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছ থেকে।