আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় চতুর্থ ধাপে ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী ও দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় ২০জনকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখার সহ-দপ্তর সম্পাদক মিলন সরকার। এর আগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অব্যাহতি প্রাপ্তরা হলেন- ভেলাগুড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখার উপদেষ্টা মহির উদ্দিন, ভেলাগুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী ইবনে ওহাব আলম মাহমুদ, ভেলাগুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ তালুকদার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী।
ফকিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান, ফকিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী জাহিদ হোসেন, ফকিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ফজলার রহমান খোকন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আনজুমান আরা।
বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও স্বতন্ত্র প্রার্থী সজল হোসেন, বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য মেহেদী হাসান, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহেদুল ইসলাম সজিব।
অব্যাহতি পাওয়াদের তালিকায় আরও রয়েছেন- সানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও স্বতন্ত্র প্রার্থী এনায়েত উল্লাহ।
সিঙ্গিমারী ইউনিয়নে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন, সিঙ্গিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী শাহ মমিনুল ইসলাম।
গড্ডিমারী ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী সামছুল হুদা।
ডাউয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী দেলওয়ার রহমান, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও স্বতন্ত্র প্রার্থী রেজ্জাকুল ইসলাম কায়েদ।
গোতামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী মোনাব্বেরুল হক।
নওদাবাস ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা অশ্বিনী কুমার বসুনিয়া, নওদাবাস ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী রতন চক্রবর্তী।
বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান জানান, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র ৪৭ ধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও সরাসরি নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে থাকা ২০জন নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে।