আলোর মনি রিপোর্ট: মহান বিজয় দিবস-২০২১ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের গৌরবময়দীপ্ত লালমনিরহাট জেলার লালমনিরহাট জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্তৃক দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্যে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন হয়। তোপধ্বনির পর পরই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণ, শহীদ মুক্তিযোদ্ধার নাম ফলক, রেলওয়ে গণকবরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দসহ অন্যান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।