আলোর মনি রিপোর্ট: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৩দিন ব্যাপী লালমনিরহাট জেলা ইজতেমা।
শুক্রবার (১০ ডিসেম্বর) নামাজ বাদ লালমনিরহাট কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে আয়োজিত লালমনিরহাট জেলা ইজতেমায় এ আখেরি মোনাজাত হয়। কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে গোটা লালমনিরহাট।
৩দিন ব্যাপী ইজতেমায় দূর-দুরান্ত থেকে মুসল্লি আসলেও আখেরি মোনাজাতের জন্য শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই ইজতেমা প্রাঙ্গণে হাজার হাজার মুসল্লি আসতে শুরু করেন। সকাল ৯টার পর মাঠের আশপাশের স্থানগুলোও পরিপূর্ণ হয়ে যায়। স্থান সংকুলান না হওয়ায় এ সময় অনেকেই মূল সড়ক, বাড়ির ছাদ ও আঙ্গিনায় দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন।
দেশবরেণ্য আলেমরা ইজতেমায় বয়ান পেশ করেন। পরে মুফতি মোঃ শফিকুল ইসলাম সাহেব দীর্ঘ সময় ইসলামি আলোচনা করেন। আলোচনা শেষে নামাজ বাদ আখেরি মোনাজাত শুরু হয়।
লালমনিরহাট জেলার সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক লাখ মুসল্লি মোনাজাতে অংশ নেন। আখেরি মোনাজাত করেন মুফতি মোঃ শফিকুল ইসলাম সাহেব। নামাজ বাদ মোনাজাত শুরু হয়ে প্রায় আধা ঘণ্টা ধরে মোনাজাত হয়।
এর আগে মুফতি মোঃ শফিকুল ইসলাম সাহেবের ইমামতিতেই ইজতেমা মাঠে শুক্রবার নামাজ আদায় করেন মুসল্লিরা।
উল্লেখ্য যে, বুধবার (৮ ডিসেম্বর) বাদ ফজর শুরু হওয়া এ ইজতেমা শুক্রবার (১০ ডিসেম্বর) জুম্মার নামাজের পর আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো। যা ২০১৬ সাল থেকে লালমনিরহাট জেলায় আঞ্চলিক ইজতেমা শুরু হয়।