শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে শিবেরকুটির ভাগ্য বদলাবে ২টি সেতু লালমনিরহাটের শিবেরকুটি গ্রামের জহরা বেওয়া-এঁর ইন্তেকাল লালমনিরহাটে চির নিদ্রায় শায়িত হলেন প্রবীণ সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু দেশের মানুষ স্বৈরাচার মুক্ত করেছে, এখন দেশ গড়ার পালা-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লালমনিরহাটের প্রবীণ সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু-এঁর ইন্তেকাল লালমনিরহাটে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ/২০২৪-২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত লালমনিরহাটে হেমন্তের বিদায়লগ্নে জেঁকে শীতের দাপট লালমনিরহাটের নদীগুলোর চরে এখন সবুজ বিপ্লব লালমনিরহাটে চাকরীচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকরীতে পুনর্বহালের দাবিতে- মানববন্ধন অনুষ্ঠিত বিএনপি সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে: লালমনিরহাটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু
কালীগঞ্জে ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১

কালীগঞ্জে ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ৪শত ৮৫জনের মনোনয়নপত্র জমা হয়েছে। তন্মধ্যে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৩জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১শত ৭জন, সাধারণ সদস্য পদে ৩শত ২৪জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এদিকে ১জন চেয়ারম্যান, ১জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৮জন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বিভিন্ন কারণে বাদ পড়েছে।

 

বাংলাদেশ আওয়ামী লীগের ৮জন প্রার্থী ৮টি ইউনিয়নে মনোনয়ন পেলেও দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ৮জন। জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন ৫টি ইউনিয়নে ৫জন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোটমারী ইউনিয়ন বাদে সব কটি ইউনিয়নে প্রার্থী রয়েছে। চন্দ্রপুর ইউনিয়নে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও কাকিনা ইউনিয়নে এনপিপি’র প্রার্থী রয়েছে ১জন করে। বাদ বাকী সবাই স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন।

 

তৃতীয় ধাপে ভোট হবে আগামী রবিবার (২৮ নভেম্বর)। গত ২ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ও পর দিন ছিল যাচাই-বাছাইয়ের দিন। ঋণ খেলাপী ও অন্যান্য কারণে বাদ পড়েছে ১০জন। তাদের মধ্যে মদাতী ইউনিয়নে ১জন চেয়ারম্যান প্রার্থী, ১জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও অন্যান্য ইউনিয়নে ৮জন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়ন বিভিন্ন কারণে বাতিল হয়েছে।

 

তুষভান্ডার ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নুর ইসলাম আহমেদ। এখানে নৌকা না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাজেদা বেগম। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী রয়েছে। এ ছাড়া ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৩জন প্রার্থী রয়েছে এবং ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য রয়েছে ৪৮জন।

 

চলবলা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মিজানুর রহমান মিজু। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বসুনিয়া ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নয়ন কুমার রায়। সব মিলে এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রয়েছে ৭জন। ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে প্রার্থী রয়েছে ৪১জন।

 

মদাতী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের আব্দুল কাদের। এ ইউনিয়নে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম বিপ্লব। ৬জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১জনের মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমান প্রার্থী রয়েছে ৫জন। ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে প্রার্থী রয়েছে ১৩জন। এ ছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে প্রার্থী রয়েছে ৩৭জন।

 

কাকিনা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের তাহির তাহু। এ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়ছেন যুবলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক ফারুক হোসেন। সবমিলে এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রয়েছে ৮জন। ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে প্রার্থী রয়েছে ১৪জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৪২জন প্রার্থী রয়েছে।

 

দলগ্রাম ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের আতাউর রহমান ছোটন। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ছাত্রলীগের ইউনিয়ন আহবায়ক জিন্নাহ রহমান জয়। এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রবীন্দ্র নাথ রায়সহ চেয়ারম্যান পদে ১৩জন প্রার্থী রয়েছে। ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৩জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে সদস্য প্রার্থী রয়েছে ৪১জন।

 

গোড়ল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মাহমুদুল ইসলাম। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরল আমীন, আওয়ামী লীগ সদস্য ও উমা শংকর রায়। চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে ৫জন। ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে প্রার্থী রয়েছে ১০জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৭জন প্রার্থী রয়েছে।

 

চন্দ্রপুর ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগের মাহাবুবুর রহমান। এ ইউনিয়নে নৌকার মনোনয়ন চেয়েছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল হোসেন খোকন এবং জেলা কৃষক লীগের সহসভাপতি শফিয়ার রহমান জমিদার। বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলমসহ চেয়ারম্যান প্রার্থী রয়েছে ৫জন। ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে প্রার্থী রয়েছে ১৪জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৪০জন প্রার্থী রয়েছে।

 

ভোটমারী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের আহাদুল হোসেন চৌধুরী । এ ইউনিয়নে শামীমা আকতার নামে ১জন মহিলাসহ চেয়ারম্যান প্রার্থী রয়েছে ৫জন। ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে প্রার্থী রয়েছে ১৯জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৯জন প্রার্থী রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone