আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন। দ্বিতীয় দফার এই নির্বাচনে যেমন উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। শেষ সংবাদ পর্যন্ত গতকাল বিচ্ছিন্ন একটি ঘটনা ছাড়া অপ্রীতিকর কোনো সংবাদ পাওয়া যায়নি।
নির্বাচনকে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে মাঠে কাজ করেছে প্রশাসন। প্রতিটি ইউনিয়নের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রটের একটি করে ভ্রাম্যমান টহল দিয়েছে। সাথে ছিলো পুলিশ ও বিজিবির ট্রাইকিং ফোর্স। ভোটকেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছিল ব্যাপক সংখ্যক আনসার সদস্য।
বুধবার রাতে নির্বাচনী এলাকার বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রতারণা বন্ধ রাখার বিধান থাকলে প্রার্থী ও তাদের সমর্থকরা প্রচারণা অব্যাহত রেখেছেন। তবে বিধিবহির্ভূত এই প্রচারণায় খুব একটা সুবিধা করতে পারেনী স্বতন্ত্র ও আওয়ামী লীগ, বিদ্রোহী প্রার্থীরা।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নের ৮১টি ভোটকেন্দ্রে ১লাখ ৭৮হাজার ২শত ২০জন ভোটার রয়েছে।
প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন, ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। তারা চুড়ান্ত হিসাব না করা পর্যন্ত জানিয়েছেন, প্রায় ৭০ভাগ ভোটার ভোট প্রদান করেছেন।