আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাট সদরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভূট্টা, শীতকালীন পেঁয়াজ, চীনাবাদাম ও মুগডাল ফসলের বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি লালমনিরহাটের উপ-পরিচালক শামীম আশরাফ। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী। এ সময় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা বলেন, ১হাজার ৬শত ৪০জন কৃষককে সরিষা বীজ ১কেজি, ডিএপি ১০কেজি, এমওপি ১০কেজি, ১হাজার ২০জন কৃষককে গম বীজ ২০কেজি, ডিএপি ১০কেজি, এমওপি ১০কেজি, ২হাজার ৪০জন কৃষককে ভূট্টা বীজ ২কেজি, ডিএপি ২০কেজি, এমওপি ১০কেজি, ১শতজন কৃষককে চিনাবাদাম বীজ ১০কেজি, ডিএপি ১০কেজি, এমওপি ৫কেজি, ১শতজন কৃষককে পেঁয়াজ বীজ ১কেজি, ডিএপি ২০কেজি, এমওপি ১০কেজি, ৪০জন কৃষককে মুগডাল বীজ ৫কেজি, ডিএপি ১০কেজি, এমওপি ৫কেজি করে প্রত্যেককে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হয়।