আলোর মনি রিপোর্টঃ হালকা বৃষ্টিপাত ও দমকা বাতাসে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার জনজীবন দুর্ভোগে পরিণত হয়েছে। হালকা বৃষ্টির সাথে সাথে দমকা বাতাসের কারণে লালমনিরহাট সদর উপজেলার ৯টি (মোগলহাট, কুলাঘাট, বড়বাড়ী, পঞ্চগ্রাম, মহেন্দ্রনগর, হারাটি, খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা) ইউনিয়ন ও ১টি (লালমনিরহাট) পৌরসভায় বৃষ্টি ও দমকা বাতাসে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১১টা ৩০মিনিট থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিপাত ও দমকা বাতাসে ঘর-বাড়ী গাছপালার ক্ষয়ক্ষতি না হলেও লালমনিরহাট সদর উপজেলার শতশত হেক্টর জমির আমন ধান ক্ষেত মাটিতে হেলে পড়েছে। সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়ে মোগলহাট ইউনিয়নের ফুলগাছ, কোদালখাতা, ভাটিবাড়ী, কাকেয়া টেপাসহ কয়েকটি গ্রামে।
মোগলহাট ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শতশত আমন ধান খেতে বৃষ্টিপাত ও দমকা বাতাসে হেলে পড়া ধানের শীষ পঁচে নষ্ট হওয়ায় আশংকা করছেন কৃষকরা। এ ছাড়া দমকা বাতাসে বেগুনসহ অন্যান্য শাক-সবজীর পাতা ছিঁড়ে যাওয়া, হেলে পড়াসহ ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
কুলাঘাট ইউনিয়নের চর খাটামারী গ্রামের হাসান আলী বলেন, আমার ১দোন আমন ধান খেত বাতাসে হেলে পড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসলের ক্ষতি হওয়ায় আমরা বড় দুচিন্তায় আছি। আর কয়েকদিন পরেই খেতের ধান পাঁকতো। জানি না আমার কি হবে।
মোগলহাট ইউনিয়নের গ্রামের হরিপদ রায় হরি বলেন, ধার দেনা করে আমন ধান জমিতে লাগাইছি। হঠাৎ দমকা-বাতাসে খেতের সমস্ত ধান গাছ মাটিতে পড়ে গেছে। এ বছর পেটের ভাত জোগার হবে কিনা তা নিয়ে দুঃচিন্তায় আছি।