সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার শেষ লগ্নে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, প্রতিমা, মন্দির ভাংচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা
আলোর মনি রিপোর্টঃ শনিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা, লালমনিরহাট সদর উপজেলা শাখা, লালমনিরহাট পৌরসভা শাখা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার আয়োজনে সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার শেষ লগ্নে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, প্রতিমা, মন্দির ভাংচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরালাল রায়। বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মুহিন রায়, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত সেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মধুসুদন রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র নাথ বর্মণ প্রমুখ। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা, লালমনিরহাট সদর উপজেলা শাখা, লালমনিরহাট পৌরসভা শাখা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ কুমার রায়।
উল্লেখ্য যে, বিক্ষোভ সমাবেশটি শ্রীশ্রী গৌরী শংকর গোশালা সোসাইটি চত্ত্বরে শুরু হয়ে রেল বাজার, স্বর্ণকার পট্টি, থানা রোড, কালীবাড়ী, পুরান বাজার হয়ে একই স্থানে এসে শেষ হয়।