হেলাল হোসেন কবির: দিন দিন করুন অবস্থা দেখা দিচ্ছে লালমনিরহাট সদর হাসপাতালে। কর্তৃপক্ষের যেন কোন ভাবেই ঘুম ভাঙ্গছেনা। হাসপাতাল জুরে অবহেলার ছাপ। নেই কোন শৃঙ্খলা। তাই দিন দিন সৃষ্টি হচ্ছে নতুন নতুন ঘটনা।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ৮ঘটিকার দিকে চোখে পড়ে ভিন্ন এক চিত্র। লালমনিরহাট সদর হাসপাতালের রোগী চলাচলের সিঁড়িতে দেখা গেল খুব আরাম করে একজন মোটর সাইকেল চালিয়ে উপরে উঠছেন। হাসপাতাল জুরে বিকট শব্দটি। হঠাৎ শব্দ শুনে রোগীরা ও রোগীর সাথে থাকা লোকজন কিছুটা আতঙ্কিত হয়। সেই মোটর সাইকেলের পিছু নিয়ে দেখা গেল ৩তলার সার্জারী ওয়ার্ডের বাথরুমের সামনে গিয়ে থেমে যায় চালক আর মোটর সাইকেলটি সেখানে রাখলেন।
এবার সেই চালকের সাথে কথা বলে জানা যায়, তিনি অস্থায়ী ভাবে ওয়ার্ড বয়ের চাকুরি করছেন হাসপাতালে। তার নাম শাহজাহান আলী, বাড়ি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সাগর পার এলাকার ইন্দ্রিস আলী’র ছেলে। এক প্রশ্নের জবাবে শাহজাহান বলেন, হাসপাতালের নিচের গ্যারেজে বা অন্যস্থানে মোটর সাইকেল রাখলে কে বা কারা মোটর সাইকেলের পাম ছেড়ে দেয়। সেই মোটর সাইকেল নিরাপদ ভাবে রাখতে প্রতিনিয়ত ৩তলায় রাখেন।