আলোর মনি রিপোর্ট: জেন্ডার সমতা, নারী ও শিশু পাচার রোধ, পরিবার পরিকল্পনা গ্রহণের নিমিত্তে উদ্বুদ্ধকরণ, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ কল্পে সচেতনতা মূলক কর্মসূচি-২০২১ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ আগস্ট) জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে জাতীয় মহিলা সংস্থা লালমনিরহাট জেলা শাখা এ উঠান বৈঠকের আয়োজন করে।
বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা লালমনিরহাট জেলা শাখার সদস্য ও লালমনিরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন নাহার মেরী, জাতীয় মহিলা সংস্থা লালমনিরহাট জেলা শাখার চেয়ারম্যান অ্যাড. সফুরা বেগম রুমী প্রমুখ। এ সময় জাতীয় মহিলা সংস্থা লালমনিরহাট জেলা শাখার সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি আফরোজা বেগম মেরী, জাতীয় মহিলা সংস্থা লালমনিরহাট জেলা শাখার জেলা কর্মকর্তা ফিরোজুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।