আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মুল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন লোকালয় দহগ্রাম-আঙ্গরপোতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১২০টি গরীব ও অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এসব খাদ্য সামগ্রীর প্যাকেটে ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি চিনি, ১লিটার সয়াবিনে তেল, ১কেজি লবণ ও ১টি করে সাবান দেওয়া হয়।
রবিবার (১৫ আগস্ট) সকালে দহগ্রাম ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল ইসাহাক আলী। এ সময় দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনসহ স্থানীয় বিজিবি কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অপরদিকে লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা পরিষদ কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ বাহিনী, থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ব্যানারে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।