মোঃ মাসুদ রানা রাশেদ: বুধবার (৩০ জুন) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে লালমনিরহাট পৌরসভার আয়োজনে লালমনিরহাট পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন। অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম, টিএলসির সদস্য প্রণব কুমার বিশ্বাস পল্টন, মোকছেদুর রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিল মোকলেছুর রহমান মুকুল, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কিসমত আলী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান তুহিন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস ছালাম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম, ১, ২, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মিসেস বিউটি রহমান, ৪, ৫, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সুজাতা বেগম, ৭, ৮, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফাতেমা বেগম, সচিব মোঃ হাসানুজ্জামান বসুনীয়া, হিসাব রক্ষণ কর্মকর্তা জাকারিয়া হোসেন, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোঃ বজলুল হকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক লালমনিরহাট পৌরসভার হিসাব রক্ষক শফিকুল ইসলাম পাটোয়ারী।
উল্লেখ্য যে, লালমনিরহাট পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের ৪১কোটি ২৪লাখ ৬১হাজার ৫শত ৯৬টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।