শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সার সিন্ডিকেট হোতারা ধোঁয়া ছোঁয়ার বাহিরে কেন লালমনিরহাটে তামাকের বিষে কমছে জমির ঊর্বরতা; বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি লালমনিরহাটে জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমনিরহাটে আত্মনির্ভরশীল দল এবং ইউডিএমসি এর মধ্যে অ্যাডভোকেসি এবং লবিং মিটিং অনুষ্ঠিত লালমনিরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত গণতন্ত্র আমাদের হাতের নাগালে নাই-লালমনিরহাটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় লালমনিরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ সেবা অর্ধেক মূল্যে হত দরিদ্রদের ছানি অপারেশন অরবিট চক্ষু হাসপাতালে লালমনিরহাটে শীতের হরেক রকমের পিঠার দোকানের পসরা নিয়ে বসছেন বিক্রেতারা বিএনপির কর্মী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
রাতের আধারে সড়ক ও জনপথ বিভাগের কাজ নিয়ে জনমনে সংশয়

রাতের আধারে সড়ক ও জনপথ বিভাগের কাজ নিয়ে জনমনে সংশয়

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় পলাশী বাজারের পর হতে শ্রুতিধর পর্যন্ত ১২.৬কিলোমিটার কাজ চলছে রাতের আধারে। কাজের মান নিয়ে ঐ এলাকার জনমনে সংশয় দেখা দিয়েছে।

 

জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের ১২.৬কিলোমিটার কাজের জন্য ৩৫কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আর এ কাজটি পেয়েছে ময়েন উদ্দিন বাসী নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠান।

 

দেখা যায়, রাত ১১টায় পুরো দমে কাজ চলছে। তদারকিতে দেখা গেল না সংশ্লিষ্ট দপ্ততরের কোন কর্মকর্তা-কর্মচারীকে।

 

পূর্বের কার্পেটিং তুলে ও ভেঙ্গে যাওয়া পাড় মেরামত করার জন্য মাটি দিয়ে সড়কের দু পার্শ্ব উচু করে রাখা হয়েছে। আর বর্ষা মৌসুম হওযায় বৃষ্টির পানিতে সেই মাটি পুরো সড়কে ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও মাটি দেবে গেছে। সড়কের উপরের মাটি পরিস্কার না করে ও দেবে যাওয়া জায়গা পূণঃরায় মেরামত না করে কার্পেটিং এর কাজ সম্পন্ন করা হচ্ছে। এতে সড়কটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

 

এলাকাবাসী জানান, আমরা সাধারণ মানুষ জানি রাস্তার এই কাজ দিনের আলোতেই হওয়ার কথা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান রাতের আধারে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে সিডিউল অনুযায়ী সঠিক পরিমান বিটুমিন না দিয়ে কার্পেটিং এর কাজ করছে। নিয়ম অনুযায়ী সড়ক ও জনপথ বিভাগের একজন কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতে কাজ সম্পন্ন করার কথা থাকলেও তারা টাকা নিয়ে চলে যাচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের   সিডিউল ফাঁকি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন তারা।

 

রাতে কাজ করার ব্যাপারে লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলমের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমিতো আপনাদের দেখলাম না, আমি সাইডেই ছিলাম। রাত কয়টার সময় ছিলেন এ প্রশ্নের জবাবে ভূলভাল কথাবার্তা বলেন তিনি। এতেই বুঝা যায় কাজটা ক্যামন হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone